সালমান খান সেই সব সুপারস্টারদের মধ্যে একজন, যারা নিজের ইচ্ছামত সময়ে শুটিং সেটে আসেন। সহ-অভিনেতা ও নির্মাতারা তাঁর দেরির নানা গল্প করেছেন। কিন্তু একবার সালমান অসম্ভব ধৈর্য দেখিয়েছিলেন। চার ঘণ্টা অপেক্ষা করেছিলেন, শুধু অন্য অভিনেতার অভিনয় দেখার জন্য। নির্মাতা ফারহা খান জানান, ‘Om Shanti Om’ ছবির ‘Deewangi Deewangi’ গানের শুটিংয়ে ধর্মেন্দ্রর অভিনয় দেখার জন্য শাহরুখ খানের ভ্যানিটি ভ্যানে চার ঘণ্টা অপেক্ষা করেছিলেন সালমান।
‘Deewangi Deewangi’ গানে মোট 30 জন তারকা ছিলেন। তিনি ‘নসীব'(1986) ছবির ‘জন জনি জনার্দন’ গানের মতো একটা গান বানাতে চেয়েছিলেন। ‘ITFDA অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে ফারহা খান বলেন, “একটা শট আছে যেখানে ধর্মেন্দ্রজি নাচছেন, আর সালমান সহ অন্য তারকারা ঝাঁপিয়ে পড়েন। এটা আগে থেকে ঠিক করা ছিল না। তারকারা ক্যামেরার পেছনে দাঁড়িয়ে ছিলেন। ধর্মেন্দ্রজির শট দেখার জন্য শাহরুখ খানের ভ্যানে তারা চার ঘণ্টা অপেক্ষা করেছিলেন। যখন ধর্মেন্দ্রজি নাচছিলেন, সেই সময় সালমান সহ অন্য তারকারা হঠাত করেই শটের মধ্যে ঢুকে পড়েন।”
‘Deewangi Deewangi’ গানের সেই অংশে ধর্মেন্দ্রজির সাথে শাহরুখ খান ছিলেন। কিন্তু হঠাত করেই সালমান খান আর সাইফ আলি খান ঝাঁপিয়ে পড়েন। ফারহা বলেন, সাইফ প্রস্তুত ছিলেন না এর জন্য। তাঁর মুখে অবাক হওয়া ভাবটাও স্পষ্ট দেখা যায়। ফারহা আরো বলেন, “যদি সাইফকে দেখেন, তাহলে বুঝতে পারবেন, সে ঠিক বুঝতে পারেননি কি হচ্ছে।”
‘Deewangi Deewangi’ গানে সঞ্জয় দত্ত, রেখা, রানি মুখার্জি, প্রীতি জিন্টা, মিঠুন চক্রবর্তী, কাজল, কারিশ্মা কাপুর সহ আরও অনেক তারকা আছেন। এই সাক্ষাৎকারেই ফারহা জানান যে, গোবিন্দাও এই গানের শুটিংয়ে ছিলেন, কিন্তু তিনি ২৪ ঘণ্টা দেরিতে এসেছিলেন। ফারহা বলেন, তার টিম গোবিন্দার জন্য অপেক্ষা করছিল, কিন্তু যখন ফারহা ফোন করে জানতে চান, তখন জানা যায় গোবিন্দা অন্য জায়গায় শুটিংয়ে ব্যস্ত ছিলেন। পরের দিন গোবিন্দা এসে তার অংশের শুটিং করেন।
এন্টারটেনমেন্টের বিষয় এরকম আরও খবর পড়তে চোখ রাখুন সংবাদ সূত্র ওয়েবসাইটে।