চরিত্র ট্রেডমার্ক করালেন ভুবন বাম

ইউটিউব কন্টেন্ট নির্মাতা ভুবন বাম ভুবন বাম সম্প্রতি তাঁর বিখ্যাত ক্যারেক্টার ‘টিটু মামা’ কে অফিশিয়ালি ট্রেডমার্ক করেছেন। এ নিয়ে তিনি বলেন, “আমরা আমাদের ‘বিবি কি ভাইনস’ ইউনিভার্সের জন্য সব ক্যারেক্টারগুলোকে ট্রেডমার্ক করার চেষ্টা করছি। টিটু মামাকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। এটা সেই লক্ষ্যের প্রথম ধাপ, এবং এই ইউনিভার্সটা আমার কাছে ‘অ্যাভেঞ্জার্স’-এর মতো।”

30 বছর বয়সী ভুবন বাম ‘বিবি কি ভাইনস’-এ টিটু মামার চরিত্রে অভিনয় করেন। তিনি আবার টিটু মামার চরিত্রেই তাকেশি’স ক্যাসেলের নতুন হিন্দি সংস্করণের ভয়েস অভার করেছেন। তিনি ‘টিটু টকস’ নামে একটি চ্যাট শও-ও করেন। ভুবন বলেন, “এখন এই কর্তৃত্বের কারণে আমি টিটু মামা হিসেবে লাইভ ইভেন্টগুলোতেও অংশ নিতে পারব। এরকম চরিত্রগুলো চুরি হওয়ার প্রবণতা থাকে। যেমন আমায় ফোনে  বলা হয়েছিল লোকেরা টিটু মামার ভোপালের পারফরম্যান্স পছন্দ করেছে, অথচ আমি কখনও ভোপালে পারফরম করিনি। এই ট্রেডমার্ক আমার চরিত্রটির মালিকানা প্রতিষ্ঠা করবে।” তিনি জানান, তিনি গত জুলাইয়ে ট্রেডমার্কের জন্য আবেদন করেছিলেন এবং গত মাসে অনুমোদন পেয়েছেন। তিনি তাঁর আরও দুটি চরিত্র ‘সামীর’ এবং ‘বাবলু জি’-র জন্যও ট্রেডমার্ক আবেদন করেছেন।

সোশ‍্যাল মিডিয়ার যুগে ট্রেডমার্কের প্রয়োজনীয়তা বুঝিয়ে ভুবন বাম বলেন, “আপনি জানতেই পারবেন না আপনার কন্টেন্টট কোথায় ছড়িয়ে পড়ছে এবং লোকেরা কিভাবে তা ব্যবহার করছে। তাই আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রেজিস্ট্রেশন করা গুরুত্বপূর্ণ। তা না হলে আপনার কাছে এর প্রমাণ থাকবে না যে এটা আপনারই। এটা নিশ্চিত করে যে কেউ বিভ্রান্ত হচ্ছে না।”

সম্প্রতি স্কারলেট জোহানসনের কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তার অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে এই উদাহরণ দিয়ে কনটেন্ট ক্রিয়েটর বলেন, “এখন আমার কাছে টিটু মামার এই ট্রেডমার্ক থাকায়, আমি তার স্বর নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির চেষ্টা করব। আগেও এটা ঘটতে পারত, কিন্তু ট্রেডমার্ক থাকলে এটা আমার একান্ত সম্পত্তি হয়ে যায়, অন্য কেউ তা করতে পারবে না।” যদিও তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে আগ্রহী, তিনি ভয় পান এই কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে প্রতিস্থাপন করবে? এর উত্তরে তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যায়   সফলতা অর্জন করতে পারে, কিন্তু তারা শিল্পীদের প্রতিস্থাপন করতে পারবে না। শিল্পীরা সর্বদা শ্রেষ্ঠ থাকবে কারণ তাদের মধ্যে অনুভূতি রয়েছে। আশা করি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এখনও এটা অর্জন করা সম্ভব নয়।”

এন্টারটেনমেন্টের বিষয় এরকম আরও খবর পড়তে চোখ রাখুন সংবাদ সূত্র ওয়েবসাইটে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version