প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার মনে করেন যে, বিরাট কোহলি ও রোহিত শর্মা গতবারের ত্রুটি পুনরাবৃত্তি করবেন না। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের শীর্ষ ব্যাটাররা ধীরগতিতে খেলায় ভারত শুধু 168 রান করেছিল এবং 10 উইকেটে হেরেছিল। তবে মঞ্জরেকার মতে, বিরাট ও রোহিত এখন অনেক উন্নত T-20 ব্যাটার হিসেবে। তাই আগামী বিশ্বকাপে তারা এরকম ভুল করবেন না। ভারত 5 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।
সঞ্জয় মঞ্জরেকার তার হিন্দুস্তান টাইমস কলামে লিখেছেন, গত T-20 বিশ্বকাপের সেমিফাইনালে এডিলেইডে ভারত প্রথমে ব্যাট করেছিল এবং 20 ওভারে শুধু 168 রান স্কোর করতে পেরেছিল। প্রথম 10 ওভারে তারা মাত্র 62 রান করেছিল। এই গুরুত্বপূর্ণ সময়ে বেশি বল খেলেছিলেন অভিজ্ঞ রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত 96 স্ট্রাইক রেটে 28 বলে 27 রান করেন আর বিরাট 125 স্ট্রাইক রেটে 40 বলে 50 রান করেন এবং 18তম ওভারে আউট হয়ে যান।
মঞ্জরেকার আরও বলেন, হার্দিক পান্ডিয়ার 33 বলে 63 রানের ইনিংস ছাড়া ভারতের বোর্ডে বেশি কিছু ছিল না। অনায়াসেই ইংল্যান্ড 16 ওভারে 10 উইকেট বাকি রেখেই লক্ষ্য অর্জন করেছিল।
রোহিত গত ক্রিকেট বিশ্বকাপে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলে সকলকে মুগ্ধ করেছিলেন। অন্যদিকে বিরাট সম্প্রতি সমাপ্ত 2024 IPL-এ সর্বোচ্চ রান স্কোরার হিসেবে আবির্ভূত হয়েছেন।
সঞ্জয় মঞ্জরেকার তার কলামে লিখেছেন, এ কথা বলা যায় যে, রোহিত ও বিরাট সেই সেমিফাইনালের ভুল আর করবেন না। স্বীকার করতে হবে যে, বিরাট সেই দুই বছর আগের T-20 ব্যাটার নন। নিশ্চিতভাবে তিনি জানেন, বাইরের সমালোচনা তাঁকে আজ অনেক ভালো T-20 ব্যাটার হিসেবে গড়ে তুলেছে।
বিরাটের ব্যাপারে কি এখনও একটা ঝুঁকি থেকেই যায়? বড় নকআউট ম্যাচে দ্রুত রান না করে বরং বেশি বল খেলাটাই কি তাঁর মাথায় থাকবে? ভারতীয় ক্রিকেটের স্বার্থে আশা করা যায় যে, এই ধরণের প্রবণতা তিনি এখন সম্পূর্ণভাবে দূর করেছেন।
ক্রিকেটের বিষয় এরকম আরও খবর পড়তে চোখ রাখুন সংবাদ সূত্র ওয়েবসাইটে।