Oppo, Reno 12 সিরিজ চীনে 23-এ মে লঞ্চ করতে যাচ্ছে। এই সিরিজে রয়েছে Reno 12 এবং Reno 12 প্রো ভ্যারিয়েন্ট। এই মডেলগুলি Reno 11-এর পরের লাইন আপ। Oppo এই ফ্ল্যাগশিপের বিষয় ঘোষণা করার আগে, মডেলের কয়েকটি ছবি প্রকাশ্যে এনেছে। বিভিন্ন রঙের পাশাপাশি, ডিভাইসগুলির সম্পূর্ণ ডিজাইন দেখা যাচ্ছে ছবিতে। এছাড়াও, Reno 12 প্রো চীনের TENAA সার্টিফিকেশন সাইটে প্রকাশিত হয়েছে। সাইটে ডিভাইসের হার্ডওয়্যারের বিবরণ দেওয়া হয়েছে। Oppo Reno 12 সিরিজ শীঘ্রই ভারতে চালু হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও Oppo এখনও এটি নিশ্চিত করেনি।
Oppo-র Reno সিরিজ দাবি করছে যে এটি এন্ড্রয়েড বাজারে প্রথম ফোন যাতে লাইভ ফটো ফিচার থাকবে। আগেও অন্য এন্ড্রয়েড ফোনগুলিতে লাইভ ফটো ফিচার ছিল, তবে সেখানে ছবিগুলি লাইভ মোডে সেভ করা যেত না।
Oppo Reno 12 প্রো: স্পেসিফিকেশন
TENAA সার্টিফিকেশন সাইটে Oppo Reno 12 Pro এর স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। লিস্টিং অনুসারে, ডিভাইসটিতে 2412×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চি FHD + অ্যামোলেড ডিসপ্লে থাকবে।
স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট, Reno 12, Millennium Silver, Soft Peach, এবং Ebony Black – এই তিনটি রঙে পাওয়া পারে। এবং প্রো ভার্সনে Silver, Phantom Purple, Champagne Gold, এবং Ebony Black-এ পাওয়া যাবে। উভয় ফোনেই থাকবে সেলফি স্ন্যাপার, ফ্ল্যাট এজ ও স্লিম বেজেল। এছাড়া, ছবিতে দেখা যাচ্ছে যে ফোনগুলির ডানদিকে ভলিউম রকার ও পাওয়ার বাটন থাকবে।
Reno 12 প্রো মডেলের ব্যাটারি ক্ষমতা হবে 4,880mAh, যদিও বাজারে সম্ভবত 5000mAh হিসেবে প্রচার করা হবে। অনুমান করা হচ্ছে এই ফোনে থাকবে 80W ফাস্ট চার্জিং সপোর্ট। ক্যামেরা সেটআপে থাকবে দুটি 50 মেগাপিক্সেল সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেল লেন্স। সামনে থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। প্রসেসরের তথ্য থেকে জানা যাচ্ছে এতে থাকবে 3.23 গিগাহার্টজ ম্যাক্স ক্লক স্পিডের একটি ওক্টা-কোর প্রসেসর, সম্ভবত মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 চিপসেট।
ফ্ল্যাগশিপ মডেলটিতে থাকবে 12/16GB RAM এবং 256GB, 512GB ও 1TB ইন্টারন্যাল স্টোরেজ বিকল্প। ফোনটিতে থাকবে এন্ড্রয়েড 14 OS।
টেকনোলজির বিষয় এরকম আরও খবর পড়তে চোখ রাখুন সংবাদ সূত্র ওয়েবসাইটে।