দুর্দান্ত ব্যাটিং ও বোলিং করে ওমানকে চেপে রাখল অস্ট্রেলিয়া। স্টোইনিস-ওয়ার্নারের জুটিতে রান তুলল অজি, ওয়ার্নার গড়ল রেকর্ড।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল T-20 বিশ্বকাপের শুরুতেই ওমানকে 39 রানে হারিয়ে দাপটের সাথে জয়ের সূচনা করেছে। মার্কাস স্টোইনিস 36 বলে 67 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোর গড়তে সাহায্য করেন। শুধু তাই নয়, বোলিং এও তিনি 3টি উইকেট নিয়ে অসাধারণ প্রতিভা দেখিয়েছেন। তাছাড়া, ডেভিড ওয়ার্নারের 56 রানের সাহায্যে অস্ট্রেলিয়া 20 ওভারে 164 রান করে। ওমান লড়াই এর চেষ্টা করলেও দক্ষতার অভাবে 20 ওভারে মাত্র 125 রানই করতে পারে।
অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ের কারণে শুরু থেকেই পিছিয়ে পড়ে ওমানের দল। নাথান এলিস (2/28) এবং মিচেল স্টার্ক (2/20) প্রথম তিন ওভারের মধ্যেই একটি করে উইকেট নিয়ে ওমানের মনোবল ভেঙ্গে দেয়।
স্টার্ক তৃতীয় বলেই একটি দুরন্ত ইনসুইংগার করে প্রতিপক্ষের প্রথম ব্যাটসম্যান প্রতিক আথাবালের (0) প্যাডে আঘাত করেন। তবে ফিল্ড আম্পায়ার আউট না দেওয়ায় অস্ট্রেলিয়াকে রিভিউ নিতে হয়। অস্ট্রেলিয়ার রিভিউ সফল হয় এবং আথাবাল lbw আউট হন। এরপর এলিস দ্বিতীয় উইকেট নেন কাশ্যপ প্রজাপতি কে (7 রান) lbw-র ফাঁদে ফেলে।
স্টোইনিস পাওয়ার প্লেয়ের শেষ বলে ওমানের অধিনায়ক আকিব ইলিয়াসকে (18 রান) আউট করেন। ইলিয়াস উইকেটকিপার ম্যাথু ওয়েডের দক্ষ গ্লাভসে ধরা পড়েন। তারপর, স্টোইনিস আট নম্বর ওভারে জিশান মাকসুদকে (1 রান) আউট করে অস্ট্রেলিয়ার আধিপত্য আরও মজবুত করেন। ম্যাচের শেষের দিকে আয়ান খান 30 বলে 36 রান করেন। তিনি দুটি চার ও দুটি ছক্কা মারেন। তবে সাত নম্বর উইকেটে 37 রানের জুটি বাঁধলেও ওমান হার ঠেকাতে পারেনি।
প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে অস্ট্রেলিয়া 165 রানের লক্ষ্যমাত্রা দেয়। এর আগে ওপেনার ট্র্যাভিস হেড (12 রান) এবং অধিনায়ক মিচেল মার্শ (14 রান) ভালো ইনিংস গড়তে পারেননি। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। তারপর স্টোইনিসের ব্যাটে আবার রানের গতি ফেরত পায় ক্যাঙ্গারুর দল। অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবারও ব্যাটে ব্যর্থ হন। তিনি মেহরানের বলে শূন্যে আউট হন। স্টোইনিস ও ওয়ার্নার চতুর্থ উইকেটে 64 বলে 102 রান করে দলকে পুনরুদ্ধার করেন।
ওপেনার ডেভিড ওয়ার্নার 56 রানের ইনিংস খেলে ছটি চার ও একটি ছক্কা মারেন। এই ইনিংসে তিনি T-20 তে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান করার রেকর্ড গড়েছেন। প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ছাড়িয়ে তিনি 3,120 রানের নতুন রেকর্ড গড়েছেন।
ওমানের হয়ে মেহরান খান দুটি উইকেট নিয়েছেন এবং বিলাল খান ও কালিমুল্লাহ একটি করে উইকেট নিয়েছেন।
ক্রিকেটের বিষয় এরকম আরও খবর পড়তে চোখ রাখুন সংবাদ সূত্র ওয়েবসাইটে।